অতিথিশালা থেকে বের করে দেওয়া হল মাদ্রাসা শিক্ষকদের
পশ্চিমবঙ্গের ঐতিহ্যে কালির দাগ
একটি বিশেষ ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে ১০ জন শিক্ষককে অতিথিশালা থেকে বের করে দেওয়া হল৷ ২১ সেপ্টেম্বরের এই ঘটনা খোদ কলকাতা লাগোয়া বিধাননগরের৷ ‘পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’ নামে একটি সংগঠন অভিযোগ করেছে, এলাকার মানুষ আপত্তি করছে– এই অজুহাত তুলে তাদের সদস্য ওই দশ মাদ্রাসা শিক্ষককে বের করে দিয়েছে সল্টলেকের একটি অতিথিশালা৷
মালদহ থেকে ওই দশ শিক্ষক এ দিন বিকাশ ভবনে এসেছিলেন পেশাগত কিছু প্রয়োজনে৷ সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম সল্টলেকের ডিএল ব্লকের একটি অতিথিশালায় তাঁদের থাকার জন্য ঘর বুক করেছিলেন৷ অভিযোগ, সেখানে পৌঁছবার দু’ঘন্টা পরে শিক্ষকদের সিএল ব্লকের আরেক অতিথিশালায় নিয়ে যাওয়া হয়৷ অনেকক্ষণ সেখানে বসিয়ে রেখে তাঁদের জানানো হয়, ঘর মিলবে না৷ শিক্ষকদের ধর্মের কারণে এলাকার লোকজন নাকি আপত্তি তুলেছেন৷ বৃষ্টির মধ্যেই অতিথিশালা থেকে বেরিয়ে আসেন শিক্ষকরা৷
এই জঘন্য ঘটনার অভিঘাতে স্তব্ধ পশ্চিমবঙ্গের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ৷ ধর্মীয় কারণে শিক্ষকদের এভাবে অপদস্থ করার প্রতিবাদে নিন্দার ঝড় তুলেছেন তাঁরা৷ ঘটনার যথাযথ তদন্ত দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন৷
এ রাজ্যের মানুষ ঐতিহাসিক ভাবেই এক ধর্মনিরপেক্ষ উদার ঐতিহ্যের শরিক৷ কোনও অপশক্তির প্ররোচনায় এভাবে তা ভাঙার চেষ্টা হলে প্রশাসনের পাশাপাশি রাজ্যের মানুষকেও উদ্যোগী ও সক্রিয় হয়ে প্রতিবাদে এগিয়ে আসতে হবে৷ তা না হলে এমন জঘন্য ঘটনা বাড়তে থাকবে৷