কলকাতার বুকে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট, গ্রেফতার এক
গতকাল বিধান মার্কেট থানা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তির থেকে তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে কলকাতা পুলিশ
খাস কলকাতার বুকে বিপুল পরিমাণে জাল নোট-সহ (fake currency) এক ব্যক্তিকে আটক করল পুলিশ। গতকাল ঘটনাটি ঘটেছে বিধান মার্কেট (Bidhan market) থানা এলাকায়। ধৃতের কাছ থেকে মিলেছে তিন লক্ষ টাকার জাল নোট। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপন সুত্র মারফত খবর পেয়ে গতকাল রাত্রে বিধান মার্কেট থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানেই তাঁদের হাতে গ্রেফতার হয় ঐ ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্তের নাম গোপালকৃষ্ণ পাওয়ার। সে মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুরের বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধৃত ৩ লক্ষ টাকার জাল নোটের মধ্যে ১০০ টি ২০০০ টাকা এবং ২০০ টি ৫০০ টাকার নোট মিলেছে। গতকালই গ্রেফতার করা হয় ঐ ব্যক্তিকে। আজ তাকে আদালতে তোলা হয়।
ঠিক কি কারনে বিপুল পরিমাণ জাল নোট নিয়ে কলকাতায় এসেছিলেন ঐ ব্যক্তি, সে বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। টাকার হদিশ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। উল্লেখ্য, গতমাসেই মালদায় ফারাক্কা (Farakka) ব্যারেজের কাছ থেকেও প্রচুর জাল নোট উদ্ধার করেছিল পুলিশ। এবারের উদ্ধার হওয়া জাল নোটও কি মালদা থেকেই এসেছে নাকি মহারাষ্ট্র থেকে, সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।