চরমে টিকার সঙ্কট! বন্ধ হল কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/10/2021   শেষ আপডেট: 30/10/2021 5:52 p.m.
-

আজ এমনটাই জানিয়েছে কলকাতা পুরসভা

কলকাতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ। জানা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এর বদলে যদিও নভেম্বরের শুরু থেকেই দেওয়া হবে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ। আজ এমনটাই জানিয়েছে কলকাতা পুরসভা। যদিও এ বিষয়ে বিশেষ কোনও বিবৃতি এখনও পর্যন্ত দেননি পুরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

তবে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, "আজ রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর থেকে এমনই নির্দেশ এসেছে। কোভ্যাক্সিন পর্যাপ্ত না থাকার কারণেই এই সঙ্কট দেখা দিয়েছে। তাই প্রথম ডোজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

কলকাতা পুরসভা সূত্রে খবর, 'কোভ্যাক্সিনের ডোজ কম আসায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই যাঁরা প্রথম ডোজ পেয়েছেন তাঁরাই কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন।' উল্লেখ্য, কলকাতা পুরসভার তরফে মোট ৩৭টি কেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া হয়। আর এই সব কেন্দ্রের জন্যই একই নিয়ম বহাল থাকবে।