স্কুল-কলেজ খোলার আগেই একলাফে বাড়ল মেট্রোর খরচ
পরশুদিন অর্থাৎ ১৪ নভেম্বর থেকেই কার্যকর হচ্ছে নয়া নিয়ম
স্কুল-কলেজ (School-College) খোলার আগেই বাড়ল মেট্রোর (Metro) খরচ। একলাফে অনেকখানিই বৃদ্ধি পেল খরচ (Kolkata News)। বর্তমানে করোনার জেরে (Covid) বন্ধ টোকেন (Token) পরিষেবা। কাজেই, নিত্যযাত্রীদের একমাত্র ভরসা স্মার্ট কার্ড (Smart Card)। এই পরিস্থিতিতে যাঁরা নতুন করে স্মার্ট কার্ড তৈরি করবেন, তাঁদের লাগবে বাড়তি খরচ। এখন স্মার্ট কার্ড তৈরি করতে লাগবে অতিরিক্ত ২০ টাকা। তবে বাড়তি খরচ না করে আগের টাকাতেই কার্ড তৈরী করতে আপনার হাতে রয়েছে মাত্র একদিন।
কারণ, পরশুদিন অর্থাৎ ১৪ নভেম্বর থেকেই কার্যকর হচ্ছে নয়া নিয়ম। আগে স্মার্ট কার্ড করতে গেলে ১০০ টাকা দিতে হত। কিন্তু এখন দিতে হবে ১২০ টাকা। একইসঙ্গে বাড়ানো হচ্ছে সিকিউরিটি ডিপোসিটেরও টাকার অঙ্কও।
আরও পড়ুন
প্রসঙ্গত, সোমবার থেকেই বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। সঙ্গে পরিবর্তন হচ্ছে মেট্রোর সময়সূচী।