একুশের ভোটের আগে বাম কংগ্রেস যৌথ সভা ব্রিগেডে

তুফান সিংহরায়
প্রকাশিত: 05/01/2021   শেষ আপডেট: 05/01/2021 5:47 a.m.
@twitter

মানুষের কাছে জোটের বার্তা পৌঁছে দিতেই বাম ব্রিগেডে আমন্ত্রন পাবেন অধীররা

আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে জোট হিসাবেই লড়তে চলেছে বাম-কংগ্রেস। আর তাই আগামী ফেব্রুয়ারি মাসের শেষেই কিংবা মার্চের শুরুতে ব্রিগেডে কংগ্রেসের সাথে একসাথে সভা করতে আগ্রহী বাম শিবির। সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে হওয়া বৈঠকে এমনই সিধান্ত নেওয়া হয়। বাম শিবিরের পক্ষে জানানো হয়েছে জনগনের কাছে জোটের বার্তা আরও স্পষ্টভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ। একসাথে লড়তে গেলে একমঞ্চ থেকে দু'দলের নেতাদের এগিয়ে আসা প্রয়োজনীয় বলে মনে করেছে বামেরা। তাই শরিক দলগুলির সাথে কংগ্রেস-কেও আমন্ত্রনের সিধান্ত। বামেদের এই অবস্থানে খানিক স্বস্থির হাওয়া কংগ্রেস শিবিরেও।

কংগ্রেসের পক্ষে অমিতাভ চক্রবর্তী বলেন, "আমাদের সবসময় এই জোটে আছি। একসাথেই আন্দোলন করবো। ব্রিগেডে একসাথে সভা নিয়ে নিশ্চয়ই আলোচনা করে সবটা ঠিক করা হবে।"

২০১৯ লোকসভা ভোটে জোট ভেঙ্গে ভরাডুবির মধ্যে পড়েছিল দুই শিবিরই। তাই আবার একসাথে লড়াটা মানুষের কাছে ভালভাবে পৌঁছে দিতেই সোমবারের এই সিধান্ত।