SSC দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান
রাজ্যের ১৩ টি জায়গায় অভিযান, এসএসসি দুর্নীতি মামলায় তৎপর ইডি
এসএসসি (SSC) দুর্নীতি মামলায় তৎপর ইডি (ED)। শুক্রবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। সঙ্গে ছিল সিআরপিএফ একদল আধিকারিক। সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছে গোটা বাড়িটি ঘিরে ফেরা হয়। সূত্রের খবর, মোট আটজন ইডির আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিলেন।
অন্যদিকে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডির আর একটি দল। রাজ্যের মোট ১৩ টি জায়গায় তল্লাশি হচ্ছে, সূত্র মারফত তেমনটাই খবর। যদিও এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় কিংবা পরেশ অধিকারী কোন মন্তব্য করেননি। ইডির তরফেও কোন বিবৃতি পাওয়া যায়নি।
সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় গত এক মাসে দু'টি পৃথক এফআইআর (FIR) দায়ের করেছে ইডি। মূলত আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করতেই অভিযান চালানো হচ্ছে। সিবিআই অপরাধমূলক ষড়যন্ত্রের দিকটি নিয়েও তদন্ত করছে। আর্থিক দিকটি তদন্ত করে দেখছে ইডি। সেই পরিস্থিতিতে কীভাবে বেআইনি অর্থের লেনদেন হয়েছে কী না, তা খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।