পুজোর মুখে পরপর তিনদিন বাড়ল পেট্রোপণ্যের দাম
বেড়েছে গ্যাসের দামও, আমজনতার নাভিশ্বাস অবস্থা
ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। এরফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটছে। ফের পুজোর মুখে পরপর তিনদিন পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম বাড়ল। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২৯ পয়সা, আর ডিজেলের ৩৫ পয়সা। এই মুহূর্তে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে লিটার প্রতি ১০৩ টাকা ৯৪ পয়সা। আর ৩৫ পয়সা বেড়ে ডিজেলের দাম প্রতি লিটার ৯৪ টাকা ৮৮ পয়সায় পৌঁছাল।
একদিকে কোভিড পরিস্থিতি, অপরদিকে পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। মাছ, মাংস থেকে কাঁচা সব্জির দাম বেড়েছে লাগামছাড়া। এমন অবস্থায় ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। গত ৫ অক্টোবর থেকে লাগাতার তিনদিন পেট্রোপণ্যের দাম বাড়ল। এর আগে পরপর চার দিন দাম বেড়েছিল। জ্বালানির দাম বাড়ার ফলে বাড়ছে জিনিসপত্র বহনের খরচ। তাই পুজোর মুখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই আলু, পেঁয়াজ-সহ অন্যান্য জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। তাই পুজোর মুখে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত আমজনতার।
উল্লেখ্য, গতকালই বেড়েছিল ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৫ টাকা বেড়ে নতুন দাম ৯২৬ টাকা। এর আগে ১ সেপ্টেম্বর দাম বেড়েছিল। গত একমাসে দাম বাড়ল ৪০ টাকা। এমনকী সম্প্রতি বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছিল। ৩৫ টাকা বেড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের মূল্য ১৮০৫ টাকা ৫০ পয়সা। পুজোর মুখে বাড়তে পারে রেঁস্তোরার খরচ। সেইসঙ্গে কাঁচা আনাজ-সহ অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা প্রবল।