দুর্গাপুজোর মহামিছিলে সামিল হবে UNESCO, খুশির ছায়া তিলোত্তমায়
আজ চিঠি দিয়ে রাজ্যকে এমনটাই জানিয়েছে UNESCO
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাবে সিলমোহর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর (Intangible Heritage) তকমা দেওয়ার পাশাপাশি এবার বাংলার দুর্গাপুজোর আনন্দে গা ভাসাবে ইউনেস্কো (UNESCO)। আগামী পয়লা সেপ্টেম্বর দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত কলকাতার মিছিলে অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিও, আজ চিঠি দিয়ে রাজ্যকে এমনটাই জানিয়েছে UNESCO ।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্যারিসে বসে ইউনেস্কোর বিশেষ কমিটির সভা। সেখানেই দুর্গাপুজোকে আন্তর্জাতিক উৎসবের তকমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বিরাট সম্মানের পরই মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন, এবার একমাস আগে থেকেই বাংলাজুড়ে শুরু হয়ে যাবে দুর্গাপুজো। সেই মতোই এই মহাযজ্ঞে শামিল হতে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউনেস্কোর প্রতিনিধিকে। এবার তাতেই মিলল সায়। ইউনেস্কো জানিয়ে দিল, মহামিছিলে যোগ দেবেন তাঁদের প্রতিনিধিও।