দুষ্কৃতীদের মারে বৃদ্ধের মৃত্যু গড়ফায়, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/10/2020   শেষ আপডেট: 30/10/2020 2:55 p.m.
প্রতীকী ছবি @pixabay

প্রকাশ্য মদের আসরের বিরোধিতা করায় বেধড়ক মার, চলছে তদন্ত

কলকাতার গড়ফা এলাকার মন্ডলপাড়ায় দুষ্কৃতীদের মারে মৃত্যু হল কানাই নস্কর নামে এক বৃদ্ধের। সূত্রের খবর, দুর্গাপুজো চলাকালীন ষষ্ঠীর দিন ওই এলাকায় প্রকাশ্য মদের আসর বসায় কয়েকজন যুবক। যদিও ওই অঞ্চলে মদ, গাঁজা এবং অন্যান্য মাদকের আসর প্রায়ই বসত, সেদিন আকাশ বাহাদুর নামে এক যুবক এর প্রতিবাদ করায় বাদানুবাদ চরমে ওঠে।

ষষ্ঠীর দিন রাতে আর কিছু না হলেও পরদিন, সপ্তমীর সন্ধ্যেয় ৫০-৬০ জনের একটি দুষ্কৃতী দল চড়াও হয় আকাশ বাহাদুরের মামারবাড়িতে। দুষ্কৃতীদের সঙ্গে ছিল বাঁশ, লাঠি এবং ইঁট। বেধড়ক মারে মাথা ফেটে যায় আকাশের। এ সময়ে আকাশকে বাঁচাতে এলে তাঁর মামা এবং বৃদ্ধ দাদু কানাই নস্করকেও এলোপাথাড়ি মারে দুষ্কৃতীদল। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবশেষে, গতকাল মৃত্যু হয়েছে তাঁর।

তদন্তে নেমে পুলিশ এখনও অবধি ৩ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, বাকি দুষ্কৃতীদের খোঁজে চলছে জোরদার তদন্ত।