আধুনিকতা এবার মৃতদেহ সৎকারেও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/12/2020   শেষ আপডেট: 20/12/2020 3:21 p.m.

চালু হবে ডবল ডেকার বৈদ্যুতিক চুল্লি ও পশু সৎকার চুল্লি

না লন্ডন নয়, তবে লন্ডনেরই অনুকরণে কলকাতার বুকে চালু হতে চলেছে দ্বিস্তরীয় বা ডবল ডেকার‌ ইলেকট্রিক চুল্লি। প্রতিটি স্তরে দুটি করে মরদেহ রাখার স্থান থাকবে, অর্থাৎ একবারে মোট চারটি দেহ দাহ করা সম্ভব হবে।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন ইএম বাইপাসের কাছে এই চুল্লি প্রথম উদ্বোধন হবে যেখানে শ্মশানযাত্রীদের জন্য বিশ্রামাগারেরও ব্যবস্থা থাকবে। করোনা রোগী দাহ করতেও এটি সহায়ক হবে। উত্তর কলকাতার কাশী মিত্র শ্মশানঘাটেও এই আধুনিকতা থাকবে। অন্যদিকে মৃত পশুদের দাহ করতেও সরকারের নতুন পদক্ষেপ নজরে আসবে কলকাতাবাসীর। দেশের মধ্যে প্রমোদনগরেই প্রথম এই পশুদের জন্য চুল্লির ব্যবস্থা হয়েছে বলে জানান ফিরহাদ এবং তিঁনি নিজেই এর উদ্বোধন করবেন আগামী মঙ্গলবার। ডবল ডেকার গুলির উদ্বোধনও আগামী ১০ই জানুয়ারীর মধ্যে সম্পূর্ণ হবে।