আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি, চিঠি এল স্পিড পোস্টে
কী লেখা সেই চিঠিতে!
প্রাণনাশের হুমকি দেওয়া হল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমান মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay)। মঙ্গলবার স্পিড পোস্টে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নামে চিঠিটি এসেছে। যেখানে স্পষ্ট আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া হয়েছে।
কী লেখা আছে সেই চিঠিতে? এক লাইনের সেই চিঠিতে ইংরেজিতে লেখা, "আপনার স্বামী নিহত হবেনই। কেউ বাঁচাতে পারবে না।" চিঠিতে প্রেরকের নাম জনৈক গৌরহরি মিশ্র, প্রযত্নে ড. মহুয়া ঘোষ। ঠিকানা দেওয়া ডিপার্টমেন্ট অব কেমিক্যাল টেকনোলজি, রাজাবাজার সায়েন্স কলেজ, ৯২ এ.পি.সি. রোড, কলকাতা ৭০০০০৯। আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর। আর সেই ঠিকানায় এসেছে এমন চাঞ্চল্যকর প্রাণনাশের হুমকি চিঠি। চিঠি হাতে পেয়েই স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি।
পুরো ঘটনাটি ইতিমধ্যেই নবান্নের নজরে এসেছে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। চিঠির প্রতিলিপি কলকাতা পুলিশের কাছে পাঠানো হয়েছে। রাজ্যের তরফে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গোটা বিষয়টি নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় কোন মন্তব্য করেননি। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।