মৃত ব্যক্তি দিব্যি ঘুরে বেড়াচ্ছে হাসপাতাল চত্বরে, আশ্চর্যকর ঘটনায় হতবাক পরিবারের লোকজন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/04/2021   শেষ আপডেট: 16/04/2021 4:45 p.m.
cnmckolkata.com

আশ্চর্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে

হাসপাতাল থেকে বাড়িতে ফোন এসেছে যে রোগীর মৃত্যু হয়েছে। পরিবার পরিজন তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে দেখে মৃত ব্যক্তি দিব্যি বেঁচে ঘুরে বেড়াচ্ছে। এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, মেডিকেল কলেজের কোভিড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন ৫০ বছর বয়সের সাবির মোল্লা। আজ অর্থাৎ শুক্রবার সকালে হঠাৎ করেই ফোন আসে যে রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুসংবাদ শুনে গোটা বাড়িতে শোকের ছায়া নামে। মৃতদেহ আনতে বাড়ির লোকজন হাসপাতালের মর্গের দিকে যান। কিন্তু তখনই হঠাৎ করে পিছন থেকে মৃত ব্যক্তি ডাক দেয়। সবাই হতভম্ব হয়ে ঘুরে তাকালে দেখে সাবির মোল্লা দিব্যি জীবিত শরীরে দাঁড়িয়ে রয়েছে। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

হাসপাতাল কর্তৃপক্ষকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তারা সাফাই দিয়েছে যে চোখের ভুলের জন্য এমন ভুল হয়ে গেছে। তবে হাসপাতাল ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে। তবে সাবির মোল্লাকে বাড়ি ফিরিয়ে দিয়েছে তারা। রোগীর পরিবার তাদের রোগীকে সুস্থ অবস্থায় বাড়ি ফেরাতে পেরে ব্যাপক খুশি হয়েছে। তবে সেইসাথে হাসপাতালের গাফিলতির জন্য সাংবাদিকদের সামনে ক্ষোভও উগরে দিয়েছে। তারা এই গাফিলতির শাস্তির দাবি করেছে।