স্কুল সার্ভিস নিয়োগের দাবিতে নবান্ন অভিযানে চাকরিপ্রার্থীরা
বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ কলেজ স্ট্রিটে একত্রিত হন প্রচুর সংখ্যক চাকরিপ্রার্থী
বিগত ছয় বছর ধরে রাজ্যে বন্ধ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নিয়োগ। তারই প্রতিবাদে এবার পথে নামলেন অসংখ্য চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ কলেজ স্ট্রিটে জমায়েত হন প্রচুর সংখ্যায় চাকরিপ্রার্থীরা। স্বচ্ছ এবং দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবি নিয়ে সকাল থেকেই সরগরম কলেজস্ট্রিট চত্বর।
আন্দোলনকারীদের দাবি, শেষ বারের মত নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (SLST IX-X) জন্য পরীক্ষা হয়েছে ২০১৬ সালের ২৭ নভেম্বর এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণির (SLST XI-XII) শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে ৪ ডিসেম্বর ২০১৬। তারপর থেকে প্রায় ৬ বছর অতিক্রান্ত হয়ে গেলেও বার হয়নি এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি। সেজন্যই দ্রুত এবং স্বচ্ছ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আজকে চাকরিপ্রার্থীদের এই নবান্ন চলো অভিযান।
নবান্ন অভিযানে আন্দোলনকারীদের মূল দাবিগুলি -
-
প্রত্যেক বছর WBSSC'তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
-
WBSSC'তে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, দুর্নীতিহীন করতে হবে।
-
গেজেটের সরলীকরণ সহ NCTE'র নিয়ম অনুযায়ী বিষয়ভিত্তিক এবং টেট পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
-
ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশের সময় পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর এবং প্রাপ্ত নম্বর প্রকাশ করতে হবে।
-
পিপিপি মডেল এর নামে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণ বন্ধ করতে হবে।
এই রকম আরও একাধিক দাবি নিয়ে এদিন নবান্ন অভিযান এর উদ্দেশ্যে কলেজ স্ট্রিটে জমা হন প্রচুর সংখ্যায় চাকরিপ্রার্থীরা।