"দেশটা সবার নিজের" ৭৫ তম স্বাধীনতা দিবসে গান উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গানটিতে কণ্ঠ দিলেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই এবং দেবজ্যোতি বোস
৭৫ তম স্বাধীনতা দিবসে দেশবাসীর জন্য দেশপ্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। এর আগে কখনও তিনি ছবি এঁকেছেন, আবার কখনও সাহিত্যের পাতায় নিজের কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এর আগে যে গান লেখেননি, তা নয়। তবে ৭৫ তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর এই গান যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন সব মহল। শনিবার রাতের দিকে তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে সেই গানটি প্রকাশ করেন। আর গানের ক্যাপশনে লিখেছেন, "ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশ মাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য।"
কী রয়েছে সেই গানের ভাষায়? গানের শুরুতেই নিজের দেশের গৌরবের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মাটির সঙ্গে মানুষের সম্পর্ক এবং মাটিই যে দেশের প্রধান শক্তি সে কথাই বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানের প্রথম কয়েকটি লাইন এইরকম - "এই ধরণীর মাটির বাঁধন বাঁধুক জোরে মোদের সোনার চেয়েও যে খাঁটি দেশটা সবার নিজের..." সম্পূর্ণ গানটির রচনা এবং ভাবনায় মুখ্যমন্ত্রী স্বয়ং। আর গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই এবং দেবজ্যোতি বোস।
আজ রেড রোডে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে মুখ্যমন্ত্রীর ভাষণের প্রতি। তবে তার আগেই মুখ্যমন্ত্রীর নিজের রচনা এবং ভাবনার দেশপ্রেমমূলক গানটি যথেষ্ট প্রভাব তৈরি করেছে। তিনি আরও বলেছেন, "ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।"