ICORE মামলায় পার্থকে তলব সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/09/2021   শেষ আপডেট: 08/09/2021 4:50 p.m.
পার্থ চট্টোপাধ্যায় - aitcofficial.org

গতবছর আই-কোরের কর্ণধারকে গ্রেফতার করেছিল সিবিআই

বুধবার ‘আই-কোর কেলেঙ্কারি’ মামলায় তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সমন পাঠাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেষ্টিগেশন(সিবিআই)। সূত্রের খবর, আগামী ১৩ই সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে পার্থবাবুকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।

বিনিয়োগকারীদের অস্বাভাবিক উচ্চ রিটার্নের প্রলোভন দেখিয়ে তাঁদের সাথে প্রতারনা করত আই-কোর নামক প্রতারণামূলক সংস্থাটি। সেই সংস্থা দ্বারা পরিচালিত কয়েকটি অনুষ্ঠানে দেখা গেছিল পার্থবাবুকে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই পার্থবাবুকে ডেকে পাঠিয়েছে সিবিআই। উল্লেখ্য, একই মামলায় এবছরের মার্চ মাসেও তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল।

গত বছর আই-কোর গ্রুপের কর্ণধার অনুকুল মাইতি এবং তাঁর স্ত্রী কনিকা মাইতিকে গ্রেফতার করেছিল সিবিআই। গত বছর জেলে থাকাকালীনই মারা যান অনুকুল মাইতি। সারদা, রোজ ভ্যালি চিট-ফান্ডগুলির মতো আই-কোরও বিভিন্ন ভুয়ো স্কিমের মাধ্যমে জনসাধারনকে প্রলুব্ধ করে তাঁদের সাথে আর্থিক জোচ্চুরি করত। এই চিট-ফান্ডের বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার দেখা গেছে পার্থ চট্টোপাধ্যায়কে। যদিও চিট-ফান্ড মামলার সাথে তাঁর জড়িত থাকার দাবী অস্বীকার করেছেন পার্থবাবু।