গরু পাচার মামলায় অভিনেতা দেবকে নোটিশ দিল CBI
আগামী ১৫ ফেব্রুয়ারি সিবিআই দফতরে হাজিরা দিতে হবে দেব'কে
গরুপাচার মামলায় এবার নাম উঠল তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেব (Dev)-এর। আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে দেবকে। চলবে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, গরু পাচার কাণ্ডে অন্যতম চক্রী এনামুল হকের সঙ্গে দেবের বেশ কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে। এছাড়াও বিভিন্ন সাক্ষীর বয়ানে উঠে এসেছে দেবের নাম। সেই সমস্ত যোগসুত্রগুলির বিষয়েই আরও খতিয়ে দেখার জন্য দেবকে নোটিস পাঠিয়েছে সিবিআই।
কীভাবে গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে তাঁর যোগসূত্র পাওয়া গেল? কবে থেকেই তাঁদের মধ্যে পরিচয়? সে বিষয়েই চলতে পারে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই সাংসদ দীপক অধিকারী তথা দেবের কাছে সেই নোটিস পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের বেশ কয়েকজন কর্তা ও কিছু ইনস্পেক্টরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। সূত্রের খবর, ২০১৭ সালে গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের থেকে নগদ কয়েক লাখ টাকা ও দামি ঘড়ি 'উপহার' নিয়েছিলেন দেব।