শহরের ফুসফুস ময়দানকে বাঁচাতে নতুন কমিটি গঠন কলকাতা হাইকোর্টের
এই বিশেষ কমিটি ময়দানের সবুজায়ন রক্ষার্থে কাজ করবে
শীতের সঙ্গে পাল্লা দিয়ে শহরে চড়চড় করে বাড়ছে দূষণের মাত্রা। এই পরিস্থিতিতে শহরের ফুসফুস ময়দানকে ক্ষতির হাত থেকে বাঁচাতে নতুন কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই কমিটি ঠিক করবে শহরের সবুজ কি করে রক্ষা করা সম্ভব। এই কমিটিতে থাকতে চলেছেন রাজ্যের এডভোকেট জেনারেল এবং কেন্দ্রের প্রতিনিধি অতিরিক্ত সলিসিটর জেনারেল। সবুজ সংরক্ষণের পরিকল্পনা এবং কি করে সবুজায়ন রক্ষা করা যায় সেই নিয়ে প্রস্তাব জমা দেবে এই কমিটি।
এই ময়দান এর মধ্যে অন্তর্ভুক্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আর ময়দানের একেবারে লাগোয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই দুটি জায়গাকেও ক্ষতির হাত থেকে বাঁচাতে কাজ করবে এই বিশেষ কমিটি। হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। সেনাবাহিনী এবং পূর্ত দপ্তরের কাছে আদেশ দেওয়া হয়েছে একসাথে কাজ করার। দূষণের সমস্ত রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জানুয়ারি বলে জানা যাচ্ছে।