আংশিক লকডাউনে বাসের ভাড়া বাড়াতে হবে, দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাস মালিক সংগঠনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/05/2021   শেষ আপডেট: 08/05/2021 5:19 p.m.
কলকাতা মিনিবাস ~Facebook

বাসের ন্যূনতম ভাড়া ১৫ টাকা করার দাবি জানানো হয়েছে

এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে গোটা দেশে করোনার (Corona) সংক্রমণ জাঁকিয়ে বসেছে। এখন প্রায় প্রতিদিন ৪ লাখের কাছাকাছি মানুষ এই ভাইরাসের শিকার হচ্ছে। এই মুহূর্তে অন্যান্য রাজ্যের মতোই বাংলাতে আংশিক লকডাউন (Partial Lockdown) জারি করেছে নবগঠিত মমতা সরকার। কিন্তু এরই মাঝে কলকাতা শহর এবং শহরতলীর বেশ কিছু বাস মালিক সংগঠন বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে। বাস মালিক সংগঠনের দাবী যে লকডাউনের কারণে লোকাল ট্রেন বন্ধ হওয়া এবং সরকারি ও বেসরকারি অফিসে কম কর্মী আসায় বাসে যাত্রী হচ্ছে না। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম। এই পরিস্থিতিতে বাস মালিকদের পক্ষে দুইদিকে সামঞ্জস্য রেখে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

বাস মালিক সংগঠনগুলি উল্লিখিত দাবি নিয়ে সরাসরি চিঠি লিখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁরা জানিয়েছে যে বাসের ন্যূনতম ভাড়া ১৫ টাকা হতে হবে এবং পরবর্তী স্তরে ধাপে ধাপে তা ২০ টাকা ও ২৫ টাকা হতে হবে। তা না হলে তাঁদের পক্ষে পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে যাবে। এছাড়াও তাঁরা রাজ্য সরকারের কাছে তাদের কর মুকুবের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছে। অন্যদিকে, বাসের ভাড়া বৃদ্ধি পাবে এই খবর শুনে খুশি নয় যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, অনেক বাস রুটে অঘোষিতভাবে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়। তার ওপর অনেক রুটে নিয়মের তোয়াক্কা না করে বাসের মধ্যে ঠাসাঠাসি ভিড় হয়। এই পরিস্থিতিতে বাসের ভাড়া বৃদ্ধি পেলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হবে।