করোনা আক্রান্ত সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অক্সিজেন স্যাচুরেশন ৮৮-৯০
মীরাদেবীকে গতকাল রাতেই হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে
করোনা (Corona) সংক্রমনের করাল ছায়া পড়েছে বাংলার বুকে। প্রতিদিন প্রায় ২০ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে লালারসের নমুনা সংগ্রহ করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) ও তাঁর স্ত্রীর। বিকেলে রিপোর্ট আসলে জানা যায় যে বুদ্ধদেববাবু ও তাঁর স্ত্রী মীরাদেবী দুজনেই করোনা আক্রান্ত। আপাতত নিভৃতবাসে বাড়িতেই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলছে। আজ দুপুর পর্যন্ত তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশন ৮৮ থেকে ৯০ এর মধ্যে ছিল। এই বিষয়ে সিপিএম (CPIM) সূত্রে জানা গিয়েছে, "বুদ্ধদেব ভট্টাচার্যের সিওপিডি সমস্যা থাকার জন্য তাঁর গোটা বছর শরীরে অক্সিজেন মাত্রা কম থাকে। তাই গত কয়েক বছর ধরেই সারাক্ষণ তাঁর সাথে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট দেওয়া থাকে।"
অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য গতকাল রাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ফুসফুসের সংক্রমণ হতে পারে এই আশঙ্কায় সিটি স্ক্যান করানো হয়। কিন্তু তাতে খারাপ কিছু ফল বেরোয়নি বলে জানানো হয়েছে উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। তাছাড়া মীরাদেবীর কিছু রক্ত পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী চিকিৎসা শুরু করা হবে। তবে মীরাদেবীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।