বড়দিনের আগে নিউটাউনে উদ্ধার বোমা তৈরির সামগ্রী ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার 2
কলকাতা পুলিশের এসটিএফ শাখা নিউটাউন থেকে ১৩ কিলোগ্রাম বোমা তৈরির সামগ্রী এবং বেশ কিছু নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে
বড়দিন আসতে আর মাত্র একদিন বাকি রয়েছে। আগামী শনিবার ২৫শে ডিসেম্বর। ইতিমধ্যেই শহর কলকাতা সেজে উঠেছে বিভিন্ন রঙিন আলো এবং চকমকি সাজে। শহরজুড়ে উৎসবের আমেজ। কিন্তু তার মধ্যেই বড়দিনের মাত্র দু'দিন আগে নিউ টাউন থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র। নিউ টাউন শাপূর্জি কমপ্লেক্সের সামনে টেকনো সিটি বাস স্ট্যান্ড থেকে ধৃতদের আটক করেছে কোলকাতা পুলিশের এসটিএফ শাখা। ইতিমধ্যেই দুজনকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। গোপন সূত্র মারফত খবর পেয়ে কলকাতা পুলিশ নিউ টাউনের একটি পরিত্যক্ত এলাকায় তল্লাশি চালায়। কলকাতা পুলিশের এসটিএফ শাখার খানা তল্লাশির পর ওই এলাকা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় যার মধ্যে নাইন এমএম পিস্তল ছিল।
পুলিশ সূত্রে খবর, ওই এলাকা থেকে ১৩ কিলোগ্রাম বোমা তৈরির সামগ্রী উদ্ধার করেছে। এছাড়াও কারবাইন পাওয়া গিয়েছে পুলিশের তদন্তে। প্রাথমিকভাবে কলকাতা পুলিশ মনে করছে, দীর্ঘদিন ধরে নিউ টাউনের ওই এলাকায় বোমা তৈরীর কাজ চলত। তারপরে বিভিন্ন জায়গায় ওই বোমা বিক্রি করা হতো। তবে এই বোমা উদ্ধারের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে কলকাতায়। কতদিন ধরে এই বোমা তৈরীর কাজ চলছে এবং এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত, সেই সমস্ত কিছু নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত করতে শুরু করেছে। ইতিমধ্যেই সেই সমস্ত বোমা তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।
শুধুমাত্র বোমা তৈরির সামগ্রী নয় ওই এলাকা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ এর এসটিএফ শাখা। ওই এলাকা থেকে নাইন এমএম পিস্তল, কিছু শটগান উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে মিলেছে কার্তুজ। এছাড়াও কিছু কারবাইন পাওয়া গিয়েছে। যদিও সেই কারবাইনগুলিকে পুলিশ আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে চাইছে। এই ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত কোন চক্র এর পিছনে রয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায় নি কিন্তু বড়দিন এবং বর্ষবরণের আগে কলকাতায় এই বিপুল পরিমান বোমা তৈরির সামগ্রী উদ্ধারের ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছে কলকাতাবাসী। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে অভয় দিয়ে জানানো হয়েছে, কলকাতা পুলিশ কলকাতার সুরক্ষার জন্য সদা তৎপর থাকবে।