শোভনের বেহালার বাড়ি কিনে নিয়ে রত্না চট্টোপাধ্যায়কে বাড়ি ছাড়ার হুঁশিয়ারি বৈশাখীর
শোভন চট্টোপাধ্যায়ের আর্থিক সংকটের পাশে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়
এবার শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বেহালার বাড়ি কিনে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। সূত্রের খবর, শনিবারই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে বাড়িটি হস্তান্তরিত হয়েছে। বাড়ির মালিক হয়ে 'সসম্মানে' রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee) বাড়ি ছাড়ার 'হুঁশিয়ারিও' দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সসম্মানে রত্না চট্টোপাধ্যায় বাড়ি না ছাড়লে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সূত্রের খবর, প্রাক্তন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এখন আর্থিক সংকটে ভুগছেন। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স-সহ একাধিক কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আর এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায়ের তেমন কোন রোজগারও নেই। এই অবস্থায় পাশে দাঁড়াতে চেয়েছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা নিতে অস্বীকার করেন শোভন চট্টোপাধ্যায় বলে খবর। এমন অবস্থায় শোভন চট্টোপাধ্যায় বেহালার বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। সেই বাড়ি বৈশাখী বন্দ্যোপাধ্যায় কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছেন বলে সূত্রের খবর। বাড়ি ইতিমধ্যেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে হস্তান্তরিত হয়েও গেছে। আইনত এই বাড়ির মালিক এখন বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলে তিনি দাবি করেছেন। তাই শীঘ্রই সেই বাড়ি রত্না চট্টোপাধ্যায়কে ছেড়ে দেওয়ার কথা বলেছেন বলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন এই বাড়িতে থাকেন না শোভন চট্টোপাধ্যায়। বর্তমানে এই বাড়িতে ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন রত্না চট্টোপাধ্যায়। তবে এখন থেকেই এই বাড়ির মালিক বৈশাখী দেবী বলে তিনি নিজেই দাবি করেছেন। তাই বাড়িতে থাকার আইনত কোন অধিকার নেই রত্না চট্টোপাধ্যায়ের। বস্তুত শোভন, বৈশাখী এবং রত্না চট্টোপাধ্যায় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল বলছেন ওয়াকিবহাল মহল। একদিকে শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলা চলছে, অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও তাঁর স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়েছেন, এমন অবস্থায় এই বাড়ি হস্তান্তর নতুন করে বিতর্ক তৈরি করল বলছেন ওয়াকিবহাল মহল। এখন দেখার বিষয় রত্না চট্টোপাধ্যায় এই বাড়ি ছাড়েন কী না!