প্রতীচী কান্ডে অমর্ত্য সেনের পাশে বুদ্ধিজীবিরা!
মমতা বন্দোপাধ্যায়ও অমর্ত্য সেনকে চিঠি পাঠিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
অর্মত্য সেনের শান্তিনিকেতনের আবাস 'প্রতীচী'র সীমানার মধ্যে বিশ্বভারতীর জমিও আছে বলে দাবি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এই দাবি মানেননি অমর্ত্য সেন। তিনি জানিয়েছেন, যে তাঁর কাছে জমির সমস্ত বৈধ কাগজপত্র আছে। তবে সেই কাগজপত্র এবং অমর্ত্য সেনের কথা কোনোটাকেই গুরত্ব তো দেওয়াই হয়নি, বরং উল্টে অর্মত্য সেনের প্রতি বাঁকা মন্তব্য করে বঙ্গ বিজেপি। এই ঘটনার প্রতিবাদে রবিবার অ্যাকাডেমি চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সুবোধ সরকার, জয় গোস্বামী, শুভাপ্রসন্ন, কবীর সুমন, ব্রাত্য বসু প্রমুখ ব্যাক্তিত্বরা।
প্রসঙ্গত, এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও অমর্ত্য সেনকে চিঠি পাঠিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কবি ও গদ্যকার জয় গোস্বামী বলেন, ''অমর্ত্য সেনের সঙ্গে যা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী স্বেচ্ছাচারিতার পরিচয়।'' রাজ্যের মন্ত্রী এবং নাট্য ব্যাক্তিত্ব ব্রাত্য বসু জানান, "বিজেপি সবসময়ই বুদ্ধিজীবিদের শত্রু মনে করে এসছে। রাজনীতির বিরোধী হলেই কি তাঁর ভিটেমাটি চাঁটি করে দিতে হবে? অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোর যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিয়েছেন, এখানে প্রতিবাদ জানিয়ে তাকেই আমরা মান্যতা দিলাম।'' সঙ্গীত শিল্পী কবীর সুমন বলেন, "অমর্ত্য বাবু সবসময়ই প্রতিষ্ঠান বিরোধী। ফলে বিজেপির রাগ হওয়ারই কথা"।