শনিবারের পর রবিবারও CBI হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল
বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরবকে পিটিয়ে খুনের ঘটনায় এই তলব
শনিবারের পর রবিবারও সিবিআইয়ের হাজিরার তলব এড়িয়ে গেলেন বীরভুম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শনিবার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নিজাম প্যালেসে যাননি অসুস্থ নেতা। তাঁর হয়ে আইনজীবী সিবিআই (CBI) দপ্তরের পথে রওনা দিলেও মাঝপথ থেকেই তিনি ফিরেছেন বলে খবর। এরপর আজ, রবিবার দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হলেও আসেননি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, আইনজীবীরা মেল করে সিবিআইকে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে তিনি আসতে পারছেন না। প্রসঙ্গত, রবিবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় বীরভূমের গৌরব সরকার খুনের ঘটনায় তলব করা হয়েছিল তাঁকে। তবে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল।
শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মন্ডল। চিকিৎসকেরা তাঁকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। শনিবার, তাঁকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তলব করা হলেও, আসেননি তিনি। এরপর রবিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হতেই, তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, ‘‘অনুব্রতবাবু অসুস্থ৷ তাঁকে সবে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে, তাঁর পক্ষে বাইরে কোথাও বেরনো সম্ভব না। মেল পাঠিয়ে সিবিআইকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না।’’