ষাট বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে, উত্তাল কলকাতা
টালিগঞ্জের মহিলা থানায় অভিযোগ দায়ের করে পরিবার
চারিদিকে পুজোর মরশুম। একদিকে লাখ লাখ টাকায় পুজো হচ্ছে মায়ের। অন্যদিকে উৎসবের মরশুমে শারীরিক নির্যাতনের শিকার হলেন এক বৃদ্ধা। ইতিমধ্যেই টালিগঞ্জ থানায় দায়ের হয়েছে মামলা। সূত্রের খবর, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন। বছর ষাট। পরিবারের দাবি, বাড়ি থেকে স্থানীয় এক যুবক তাঁকে ডেকে নিয়ে যান। আর এরপরেই ধর্ষণ করা হয় বৃদ্ধাকে। তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনার কথা জানাতে, উত্তাল হয়ে ওঠে স্থানীয়রা।
আরও পড়ুন
এরপরেই টালিগঞ্জের মহিলা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়। ইতিমধ্যেই, শারীরিক পরীক্ষার জন্য নির্যাতিতাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রের খবর। অভিযুক্তের নাম সুজিত ঘোষ।