এআইএমআইএমের গোষ্ঠীদন্দ্ব! সাংবাদিক বৈঠক করে পদত্যাগ করলেন বিক্ষুব্ধ নেতারা
গত ৩ জানুয়ারি রাজ্যের নেতাদের না জানিয়েই ফুরফুরা শরিফে এসেছিলেন আসাদউদ্দিন
কয়েকদিন ধরেই প্রকাশ্যে এসেছিল এআইএমআইএমের গোষ্ঠীদন্দ্ব। আর তাতেই শিলমোহর দিয়ে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নতুন দলে নাম লেখালেন বিক্ষুব্ধ নেতারা। কলকাতার পার্কসার্কাসে সাংবাদিক বৈঠক করে এমন সিদ্ধান্ত নেতাদের।
পদত্যাগের পরেই সৈয়দ জামিরুল হাসান সাংবাদিকদের বলেন, "ছ’বছর ধরে এআইএমআইএম করেছি। ভাল সংগঠন করেছিলাম। ওয়াইসি সাহেব আমাদের না জানিয়ে মিমের দায়িত্ব দিয়ে আসেন আব্বাস সিদ্দিকির হাতে। তিনি যদি ভাল লোককে দায়িত্ব দিতেন, তা হলে মেনে নিতাম। আমাদের নেতা-কর্মীরা ভাল ভাবে নেননি। মিমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেও আব্বাস বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোটের আলোচনা চালিয়েছেন অন্তরালে। এই বিষয়টিকে আমরা মেনে নিতে পারিনি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়ে তিনি কংগ্রেস ও বামদের সঙ্গে জোট গড়েছেন। কিন্তু মাত্র ১-২ শতাংশ সংখ্যালঘু ভোটের ওপর নিয়ন্ত্রণ রয়েছে আব্বাসের। শুধু ওয়াইসি সাহেব আমাদের উপেক্ষাই করেননি, ভোটের সময় আমাদের অথৈ জলে ফেলে দিয়েছেন। তাই বাধ্য হয়েই দলবদল করলাম।"
উল্লেখ্য আব্বাস এ বিষয়ে আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মিমকে সঙ্গে নিয়েই তিনি বাম কংগ্রেসের সঙ্গে কৌশলগত চ্যালেঞ্জের পথে হাঁটতে চান। আর সেই পথেই এগোচ্ছেন তিনি।