ফের শহরে 'ভুয়ো' সরকারি আধিকারিক, নীলবাতি লাগানো গাড়িসহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/07/2021   শেষ আপডেট: 06/07/2021 11:38 a.m.

ধৃতের গাড়িতে সিবিআইয়ের স্টিকার

শহরে ফের দেবাঞ্জন কাণ্ডের ছায়া। দেবাঞ্জন দেবের মতো এক ভুয়ো সরকারি আধিকারিককে গ্রেফতার করল কলকাতা পুলিশ (KolkataPolice)। সূত্রের খবর, তিনি নিজেকে রাজ্য সরকারের প্রতিনিধি এবং কলকাতা হাইকোর্টের বিশেষ কৌঁসুলি বলে পরিচয় দিতেন। গড়িয়াহাট থানার পুলিশ সোমবার রাতে গ্রেফতার করে। ধৃতের নাম সনাতন রায়চৌধুরী (Sanatan Roychoudhury)। পেশায় আইনজীবী এই ব্যক্তি এতদিন নিজেকে সরকারি আধিকারিক বলে পরিচয় দিতেন। ধৃতের কাছ থেকে একটি নীলবাতি লাগানো গাড়ি উদ্ধার করা হয়েছে। যে গাড়িতে সিবিআইয়ের স্টিকার লাগানো ছিল বলে অভিযোগ। নীলবাতি লাগানো গাড়িটি তিনি ব্যবহার করতেন। বরানগরের মণ্ডল পাড়ার বাসিন্দা এই ব্যক্তি আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, সনাতন রায়চৌধুরী নিজেকে সিবিআইয়ের আইনজীবী বলে পরিচয় দিতেন। এই ব্যক্তি গড়িয়াহাট থানা এলাকার জমি-বাড়ি বিক্রিতে যুক্ত ছিলেন। অভিযোগ তিনি সোমবার গড়িয়াহাট এলাকার একটি ১০ কোটি টাকার সম্পত্তি দখল করতে এসেছিলেন। ঘটনার খবর পেয়েই গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথায় নানা অসঙ্গতি পায় পুলিশ। তিনি নিজেকে সিবিআইয়ের হয়ে মামলা লড়েন স্ট্যান্ডিং কাউন্সিলে। ধৃতের গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

শহরের বুকে পরপর ভুয়ো সরকারি আধিকারিক ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেবাঞ্জন দেবের পর এই সনাতন রায়চৌধুরীর ঘটনা প্রকাশ্যে এসেছে। ধৃতের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা রুজু হয়েছে। মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে।