বন্ধ গবেষণার টাকা
মুদিখানার জিনিস বেচছেন গবেষকরা
করোনা বিপর্যয়ে শুধু যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হয়েছে তাই নয়, গবেষকরাও পড়েছেন দুর্দশায়। রাজধানী শহরের নামজাদা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জেলার বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষকরা গত কয়েক মাস ধরে ফেলোশিপের টাকা পাচ্ছেন না। পরিস্থিতি এমন যে, গবেষণাগার ছেড়ে তাঁরা অন্য নানা ধরনের কাজ করতে বাধ্য হচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এমনকি বাড়ি বাড়ি গিয়ে মুদি দোকানের মাল পর্যন্ত সরবরাহ করছেন!
কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানালেন, অবস্থা পাল্টানোর চেষ্টা তো দূরের কথা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা পর্যন্ত করতে চাইছেন না। গতকাল তাঁরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে আবারও স্মারকলিপি দিয়েছেন।
বর্তমানে চরম মানসিক অবসাদের শিকার গবেষকদের একটা বড় অংশ। অনেককেই মনোচিকিৎসকের সাহায্য নিতে হচ্ছে। এক গবেষক জানালেন, অবস্থা পাল্টাতে এ রাজ্য সহ অন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জোট বাঁধছেন, যাতে তাঁদের কথায় কর্তৃপক্ষ কান দিতে বাধ্য হয় এবং গবেষণার কাজ তাঁরা চালিয়ে যেতে পারেন।