কলকাতা পুরভোটের নিরাপত্তায় মোতায়েন থাকবে মোট ৩২ হাজার পুলিশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/12/2021   শেষ আপডেট: 04/12/2021 10:48 p.m.
-

মহানগরের ভোট শিয়রে, নিরাপত্তার দায়িত্বে ৩২ হাজার পুলিশ, কমিশনকে রিপোর্ট জমা পুলিশের

কলকাতা পুরসভা ভোট শিয়রে এসে উপস্থিত হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। এরমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরভোটের নিরাপত্তায় মোতায়েন থাকবে মোট ৩২ হাজার পুলিশ। এই ৩২ হাজারের মধ্যে কলকাতা পুলিশের ২৭ হাজার কর্মী থাকবেন। এছাড়া রাজ্য পুলিশের ৫ হাজার কর্মীদের এই পুরভোটে নিরাপত্তার কাজে লাগানো হবে। এই নির্বাচনে ভোটারদের লাইন সামলাবেন লাঠিধারী পুলিশ। সেক্টর অফিসার ও অন্যান্য পর্যাপ্ত সংখ্যক বাহিনী প্রত্যেকটি ওয়ার্ডে মোতায়েন করা হবে। এছাড়া পরিস্থিতির কথা বিবেচনা করে পাঁচটি ওয়ার্ড পিছু একটি করে কুইক রেসপন্স টিম রাখা হবে। কলকাতা পুলিশ পর্যাপ্ত নাকা চেকিংয়ের ব্যবস্থা রাখবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার সদরের সাথে বৈঠক করেছিলেন নির্বাচন কমিশন। সেখানে এদিন কমিশনের কাছে নিরাপত্তা সংক্রান্ত খুটিনাটি রিপোর্ট জমা দেওয়া হয়। চলতি বছরে কলকাতা নির্বাচনে মোট ৪৭৪২ টি বুথ রয়েছে। ইতিমধ্যেই সেগুলির মধ্যে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথগুলিকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। সেই ভিত্তিতেই মহানগরের আসন্ন ভোটে মোট ৩২ হাজার পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থার খসড়া এখনও চূড়ান্ত হয়নি। সপ্তাহের শুরু সোমবারেই রাজ্য নির্বাচন কমিশন এই নিয়ে চূড়ান্ত বৈঠক সেরে ফেলবেন। তবে তার আগেই কলকাতা পুলিশের তরফ থেকে মহানগরের নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থার খসড়া জমা দেওয়া হয়েছে। এছাড়া লালবাজার কমিশনকে জানিয়েছে, "প্রতিটি বুথে একজন ইন্সপেক্টর বা একজন সাব-ইন্সপেক্টর থাকবেন এবং তাদের নেতৃত্বে দুজন সশস্ত্র পুলিশ নিরাপত্তার দায়িত্ব রক্ষা করবেন।"