খাস কলকাতায় গ্রেফতার আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে জড়িত ২ ব্যক্তি, উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ ড্রাগ
খাস কলকাতায় এই দুই ব্যক্তিকে উদ্ধার করার পরে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ
এবারে কলকাতায় খোঁজ মিললো আন্তর্জাতিক মাদক পাচার চক্রের। ট্যাংরা থেকে নানা রকমের মাদকদ্রব্যসহ কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয়েছেন দুই ব্যক্তি। জানা যাচ্ছে একজন বনগাঁর বাসিন্দা এবং অপরজন হচ্ছে রাজস্থানের বাসিন্দা। এদের বিরুদ্ধে মাদক বিরোধী আইন অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। ট্যাংরার সাউথ ক্যানেল রোড থেকে তাদের দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে এই এলাকায় মাদকচক্রের আনাগোনা বাড়ছে, এই খবরটা আগেই পুলিশের কাছে ছিল। এসটিএফ মারফত গোপন সূত্রে খবর পাওয়ার পরে গোয়েন্দারা তাদের দু'জনকে গ্রেফতার করেন বৃহস্পতিবার।
অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে খবর। তাদের কাছ থেকে বহু নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। আমফিটেরামাইন, মিথাকালোন এবং অজানা এক ধরনের ড্রাগ পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে। এই দুই ড্রাগ পেডলার ছাড়াও দুজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। গোয়েন্দা বিভাগের প্রাথমিক অনুমান অনুযায়ী, আন্তর্জাতিক বাজার মূল্যে এই মাদকের মোট দাম প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি। ইতিমধ্যেই এই দুই পাচারকারীদের পরিচয় জানা গিয়েছে।
পুলিশ জানাচ্ছে, এদের মধ্যে একজনের নাম হল আমজাদ খান যিনি রাজস্থানের বাসিন্দা। অপর জনের নাম পীযুষ মণ্ডল যিনি পশ্চিমবঙ্গের বনগায় থাকেন। এরা দুজন মিলে কলকাতায় বসে রমরমা ব্যবসা চালাচ্ছিলো নিষিদ্ধ ড্রাগ এর। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ তাদের দু'জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এনডিপিএস আইন অনুযায়ী তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদেরকে আদালতে পেশ করে নিজের হেফাজতে নিতে চাইছে এসটিএফ।