বহুতল থেকে পড়ে কিশোরের মৃত্যু আনন্দপুরে; তদন্তে পুলিশ

news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/11/2020   শেষ আপডেট: 30/11/2020 5:27 p.m.
 student jump from building
আনন্দপুরের এই বহুতল থেকেই পড়ে মৃত্যু হয় কিশোরের।

আত্মহত্যা নাকি অন্য কিছু? খুঁজছেন গোয়েন্দারা

সোমবার সকালে কলকাতার আনন্দপুর এলাকায় একটি অভিজাত আবাসনের ২৪ তলা থেকে পড়ে যায় রুদ্রনীল দত্ত নামে ১৭ বছর বয়সী কিশোর। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এটি কি নিছকই একটি আত্মহত্যার ঘটনা নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

সূত্রের খবর, ভারি কিছু পড়ে যাওয়ার শব্দে বাইরে এসে আবাসনের পাঁচ নম্বর টাওয়ারের পাশে রুদ্রনীলকে প্রথম রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আবাসনেরই বাসিন্দারা। প্রাথমিক তদন্তে উঠে আসছে, ২৪ তলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে সকালে পড়ে যায় ওই কিশোর। তবে তার এই পড়ে যাওয়া শুধুই 'দুর্ঘটনা' নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু, সে বিষয়ে পুলিশ অথবা গোয়েন্দা সূত্রে এখনও কিছু খোলসা করে বলা হয়নি।

বাড়িতে মা-বাবার সাথে কোনো মনোমালিন্য বা অশান্তির পরিবেশ চলছিল কিনা অথবা লেখাপড়ার জন্য কোনোরকম মানসিক চাপে রুদ্রনীল ভুগছিল কিনা, সব দিকই খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।