প্রতি ১০ জনে ১ জন করোনা আক্রান্ত হচ্ছে কলকাতায়, উদ্বেগে পুরসভা স্বাস্থ্যদপ্তর
সম্প্রতি শহরে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের
মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দাপিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এপ্রিল মাসে দেশজুড়ে করোনা দৈনিক সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখের কাছাকাছি। দেশের সাথে সাথে বাংলাতেও করোনা ভাইরাস সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় মহানগরে করোনা আক্রান্তের সংখ্যা ৯৮৭ হয়েছে। শহরে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। কিছুদিনে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাড়িয়েছে বলে উদ্বেগ বেড়েছে কলকাতা পুরসভা স্বাস্থ্যকর্তারা। তারমধ্যেই উদ্বেগজনকভাবে পুরসভার স্বাস্থ্যদপ্তর একটি পরিসংখ্যান জানিয়েছে যাতে জানা গেছে গত ২৪ ঘন্টায় পুরসভার ল্যাবরেটরিতে পরীক্ষা করতে আসা ১০ জনের মধ্যে একজনের করোনা পজিটিভ হচ্ছে। দৈনিক সংক্রমণ ৮.৩১ শতাংশ থেকে বেড়ে ১০.১০ শতাংশ হয়ে গেছে।
কলকাতা পুরসভার এক কর্তা বলেছেন, কমিশনের নির্দেশে এখন নির্বাচনের জন্য পুরসভায় কোনো রাজনৈতিক ব্যক্তি দায়িত্বে নেই। তাই নাগরিকদের সাথে পুরসভা কর্মীদের যোগাযোগ হচ্ছে না। গতবছর যখন সংক্রমণ বাড়ছিল তখন ফিরহাদ হাকিম সহ ১৪৪ জন প্রাক্তন কাউন্সিলার তথা ওয়ার্ড কো অর্ডিনেটর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এই বছর নির্বাচনের জন্য সেই কাজ করতে পারেনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় করোনায় সুস্থ হয়েছে মাত্র ৩০৬ জন।