ব্ল্যাক ফাঙ্গাস রোগের পর নয়া আতঙ্ক গ্রীন ফাঙ্গাস, প্রথম সংক্রমণ ইন্দোরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/06/2021   শেষ আপডেট: 16/06/2021 5:48 p.m.

এই রোগের লক্ষণ হল প্রচন্ড জ্বর এবং নাক দিয়ে রক্তক্ষরণ

করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউতে অতিষ্ঠ গোটা দেশবাসী। প্রতিদিন প্রায় সংক্রমনের হার বৃদ্ধি পাচ্ছিল বেশ কয়েকদিন যাবৎ। তখন করোনার দোসর হয়ে আতঙ্ক ছড়াচ্ছিল ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) বা মিউকরমাইকোসিস রোগ। এমনকি কেন্দ্র সরকার বাধ্য হয়ে এই রোগকে মহামারী হিসেবে ঘোষণা করেছিল। তবে তার উদ্বেগ কাটার আগেই ভারতের বুকে নয়া গ্রীন ফাঙ্গাস (Green Fungus) বা সবুজ ছত্রাকের সংক্রমণ দেখা গিয়েছে। এই সবুজ ছত্রাকের আরেক নাম অ্যাসপারজিলোসিস (Aspergillosis)। চিকিৎসকরা জানিয়েছেন যে এই নতুন ছত্রাকের সংক্রমণ সম্বন্ধিত তথ্য জানতে বেশ কিছু গবেষণা করতে হবে। তবে মনে করা হচ্ছে যে সমস্ত মানুষ করোনা থেকে রক্ষা পেয়েছেন তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি।

ভারতের বুকে এই গ্রীন ফাঙ্গাস রোগে আক্রান্ত হয় ইন্দোরের এক বাসিন্দা। তাকে এয়ারলিফট করে মুম্বাইতে চিকিৎসার জন্য আনা হয়েছে। এই রোগের লক্ষণ হল প্রচন্ড জ্বর এবং নাক দিয়ে রক্তক্ষরণ। এছাড়া এই রোগ হলে এক ধাক্কায় অনেক ওজন কমে যাবে এবং দুর্বল অনুভূত হবে।