রোগীকে ভুল রিপোর্ট দিলে ফেরত দিয়ে দিতে হবে টাকা, জানাল স্বাস্থ্য কমিশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/10/2020   শেষ আপডেট: 12/10/2020 12:07 a.m.

প্যাথোলজিস্ট দের রোগীর রিপোর্টে ডিজিটাল স্বাক্ষরে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য কমিশন

একটা ভুল রিপোর্ট বিপন্ন করে তুলতে পারে রোগীর জীবন। সম্প্রতি এরকমই অভিযোগ ওঠে কিছু প্যাথলজিক্যাল সেন্টারের বিরুদ্ধে। যার জেরে স্বাস্থ্য কমিশন প্যাথলজি সেন্টার গুলির ওপর কিছু নির্দেশ দিয়েছে। রিপোর্টে ভুল থাকলে, চরম বিপদ ডেকে আনতে পারে, এমনকি মৃত্যু অব্দি ঘটতে পারে।

সেজন্যই কোন প্যাথলজিক্যাল সেন্টারের ভুলের জন্য যদি কোন রোগী শারীরিক ভাবে ক্ষতিগ্রস্থ হন তাহলে সে দায় সম্পূর্ণ প্যাথলজি সেন্টারের। এছাড়াও প্যাথলজিস্ট দের উদ্দেশ্যে স্বাস্থ্য কমিশন এর নির্দেশ তারা যেন রিপোর্ট যথাযথ ভাবে যাচাই করে তারপর স্বাক্ষর করে। তবে ডিজিটাল স্বাক্ষর না করতেই বলা হয়েছে।