মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা মিলল Monkeypox রোগের, জেনে নিন রোগের লক্ষণ
Monkeypox রোগটি একটি বিরল ভাইরাল ইনফেকশন
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ওয়ালেস (North Wales UK) শহরে দুই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স (Monkeypox) বা বানর বসন্ত রোগ দেখা গিয়েছে যাদের মধ্যে একজন বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। এই রোগটি একটি বিরল ভাইরাল ইনফেকশন। রোগটি প্রধানত কোন আক্রান্ত পশুর কাছাকাছি গেলে হতে পারে। এটি সাধারণত মানুষ থেকে মানুষে ছড়ায় না। এছাড়া এই রোগটি হলে কিছু সপ্তাহ পর এমনিতেই ঠিক হয়ে যায়। প্রসঙ্গত এই রোগ ২০১৭ সালে নাইজেরিয়াতে ৩৯ বছর পর দেখা গিয়েছিল। রোগটি স্মল পক্স রোগের তুলনায় অনেক কম ক্ষতিকারক। বর্তমানে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা CDC জানিয়েছে যে এই রোগ নিয়ন্ত্রণের নির্দিষ্ট কোন ওষুধ নেই। তবে এই রোগের প্রতিরোধী হিসেবে স্মল পক্স রোগের ভ্যাকসিন সিডোফোভির বা ST-246 বা ভ্যাকসিন ইমিউন গ্লোবিউলিন (VIG) ব্যবহার করা যেতে পারে।
Monkeypox বা বানর বসন্ত রোগের লক্ষণ:
CDC অনুযায়ী এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে আক্রান্ত হওয়ার ১২ দিনের মধ্যে জ্বর, মাথা যন্ত্রণা, ক্লান্তি, মাসেল স্ট্রেইন ইত্যাদি অনুভূত হবে। এছাড়া তার পাশাপাশি শরীরে ফুসকুড়ি বা গুটি বের হতে দেখা যাবে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়বে শরীরের তাপমাত্রা। গোটা শরীরে ফুসকুড়ি বেরিয়ে গেলে প্রচন্ড চুলকানি অনুভূত হবে। তবে আক্রান্ত হবার ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে সমস্ত ফুসকুড়ি মিলিয়ে গিয়ে সাধারণ হয়ে যাবে।