ডেঙ্গু নিয়ে আগাম সতর্ক পুরসভা, হল উচ্চ পর্যায়ের বৈঠক
মশার হুল দিয়ে বাঁচতে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ফুল হাতার স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলা হয়েছে
ডেঙ্গু নিয়ে শহরের সমস্ত স্কুলের জন্য নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। রয়েছে একগুচ্ছ নিয়ম। পরিষ্কার রাখতে হবে স্কুলের ছাদ ও পারিপার্শ্বিক এলাকা। জমতে দেওয়া যাবেনা জল। মশার হুল দিয়ে বাঁচতে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ফুল হাতার স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলা হয়েছে। পাশাপাশি, প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, স্কুল সংলগ্ন বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে।
ডেঙ্গু প্রতিরোধে কলকাতা পুরসভায় উচ্চ পর্যায়ের বৈঠক বসে মঙ্গলবার। বৈঠকে ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পারিষদ অতীন ঘোষ, পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সুব্রত রায়চৌধুরী ও পুর কমিশনার বিনোদ কুমার সহ আরও অনেকেই।
পুরসভা সূত্রে খবর, শহরের কোন কোন সরকারি আবাসন, হাসপাতালের অবস্থা উদ্বেগজনক তার ছবিগুচ্ছ স্বাস্থ্য সচিবকে দেওয়া হয়েছে।