কোভিড-ভ্যাকসিন হিসেবে WHO-এর প্রথম ছাড়পত্র পেল ফাইজ়ার
নতুন বছরে নতুন দিশা
বছরের প্রথম দিনেই বিশ্ববাসীর জন্য খুশির খবর আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটেন, আমেরিকা সহ ইউরোপের নানা দেশ আগেই অনুমোদন দিয়েছে ফাইজ়ারের টিকা ব্যবহারে। আর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রথমবার কোনো কোম্পানিকে অনুমতি দিল টিকা ব্যবহারে। এর আগেও ফাইজ়ার বায়োএনটেকের তরফ থেকে জানানো হয়েছিল করোনা টিকা হিসেবে এটি পঁচানব্বই শতাংশ কার্যকর ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই টিকা তাদের অনুমোদন পাওয়াতে এখন সমস্ত দেশের জন্যই আর বিশেষ সংশয়ের অবকাশ রইল না, যা অবশ্যই মনোবল বাড়াতেও সহায়ক হবে দেশে দেশে। এখন যেকোন দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানই এই ভ্যাকসিন তাদের থেকে আমদানি করতে পারে এবং এই মেলবন্ধনটাই চাইছেন তাঁরা। এর ফলে তাদের সহকারী বিশ্ব সংস্থাগুলি এবং অবশ্যই ইউনিসেফের মাধ্যমে শিশুস্বাস্থ্যেও নিদারুণ ধনাত্মক প্রভাব ফেলবে নানা দেশে। আর্থিকভাবে অসচ্ছল দেশগুলির জন্যও এটি স্বস্তিদায়ক। পুরোনো করোনার পাশাপাশি এখন সত্তর শতাংশ বেশি সংক্রামক করোনাকেও কতটা মোকাবিলা করতে পারে ফাইজ়ারের টিকা, সেদিকেই নজর থাকবে বিশ্ববাসীর।