করোনা হলেও সুস্থ হবেন দ্রুত! জরুরী ভিত্তিতে DCGI ছাড়পত্র দিল 2-DG ওষুধের
ওষুধটির নাম হল 2-deoxy-D-glucose বা 2-DG
করোনা ভাইরাস (Corona Virus) সংক্রমণে রীতিমতো নাজেহাল গোটা দেশ। প্রতিদিন সংক্রমণের হার বেড়ে যাওয়ায় এক প্রকারে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভিত নড়ে গেছে। বিভিন্ন জায়গায় ঔষধ বা অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI জরুরী ভিত্তিতে মরণাপন্ন করোনা রোগীদের জন্য একটি ওষুধের ওপর ছাড়পত্র দিয়েছে। ওষুধটি হল 2-deoxy-D-glucose বা 2-DG। জানা গিয়েছে এই ওষুধটি তৈরি করেছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্স (The Institute of Nuclear Medicine and Allied Sciences) এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organisation) জুটি।
DRDO সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছে, "ক্লিনিক্যাল ট্রায়ালে ওই ওষুধের দ্বারা দেখা গিয়েছে হাসপাতলে ভর্তি রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং তাদের শরীরে বাইরে থেকে অক্সিজেন নেওয়ার প্রবনতা হ্রাস পাচ্ছে। এছাড়া এই ওষুধ দিলে খুব শীঘ্রই আরটি পিসিয়ার টেস্টে নেগেটিভ রিপোর্ট আসছে। এছাড়া ওষুধটি গ্লুকোজের জেনেরিক মলিকিউল হওয়ায় এটি খুব সহজেই প্রচুর পরিমাণে তৈরি করা যাবে।" জানা গিয়েছে, দুই যৌথ কোম্পানি প্রথম গত বছরের এপ্রিল মাসে এই ওষুধের করোনা বিরোধী ক্ষমতা আবিষ্কার করেছিল এবং মে মাসে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছিল। তারপর প্রথম ধাপে ৬ টি হাসপাতালে এবং দ্বিতীয় ধাপে ১১ টি হাসপাতালে করোনা রোগীদের ওপর এই ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধ ব্যবহার করে প্রত্যেকের মধ্যেই করোনা সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।