করোনা টিকার ব্যাপারে আশা জাগাচ্ছে WHO
টিকা পাওয়া গেলেও সমবণ্টনের ব্যাপারে নিশ্চিন্ত নয় WHO
করোনা আতঙ্কে মানুষ এখনও খানিক ঘরবন্দী। টিকা না পাওয়া পর্যন্ত স্বস্থি নেই সাধারণের। বারবার আশা জাগিয়েও টিকা এসে পৌঁছাচ্ছে না মানুষের হাতে। এই পরিস্থিতির মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেডরোস ঘেবরেসাস এই বছরের শেষে টিকা পাওয়ার আশা জোগালেন।
আরও পড়ুন
হু-এর এক মিটিংয়ের পর টেডরোস বলেন আশা করা যাচ্ছে এই বছরের মধ্যেই টিকা আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ এর মধ্যে COVAX প্রোগ্রামের আওতায় নিজেদের দায়িত্বে ২ বিলিয়ন মানুষকে টিকা দিতে চায়। এখন টিকা পাওয়া থেকে টিকাকরণ এই ক্ষেত্রে তারা বিশ্ব নেতাদের কাছে সাহায্য দাবী করছেন। শুধু সাহায্য নয়, কিভাবে করোনার টিকা সব দেশে সমানভাবে বন্টিত হয় সেই বিষয়েও হস্তক্ষেপ দাবি করছেন তারা।