জুলাইয়ে কি আসতে চলেছে করোনার টিকা? কী জানাল কেন্দ্র?
জুলাই মাসেই করোনার প্রতিষেধক আসার সম্ভাবনা আছে জানাল কেন্দ্র
করোনায় সংক্রমণ দৈনিক যেমন বাড়ছে, সেই সঙ্গে বেড়েছে সুস্থতার হারও। করোনাতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যাও নেহাত কম নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন, যে আগামী বছর জুলাই মাসে ১৩০ কোটির দেশের অন্তত ২৫ কোটি ভারতবাসীকে করোনার প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা চলছে। 'সানডে সংবাদ' নামক একটি অনুষ্ঠানে প্রতি রবিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথার আদান প্রদান করেন। সেই অনুষ্ঠানেই তিনি জানান। তবে এই প্রতিষেধক কাদের আগে দেওয়া হবে সে নিয়ে এখনও কিছু পরিষ্কার হয়নি।
হর্ষবর্ধন জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কে তালিকা তৈরি করতে বলা হয়েছে। গুরুত্ব অনুযায়ী কাদের আগে টিকা প্রয়োগ করা হবে সেটা অক্টোবরেই জানিয়ে দেওয়া হবে। এই মুহুর্তে যে তিনটি সম্ভাব্য প্রতিষেধক উৎপন্নের কাজ চলছে তার মধ্যে অন্যতম কোভিশিল্ড। এবং কোভিশিল্ড যদি করোনার টিকা হিসাবে প্রতিপন্ন হয় তাহলে প্রত্যেক ডোজের দাম ১ হাজার টাকা। ১৩০ কোটি জনগণ কে দিতে মাসে খরচ হবে ৩ কোটি টাকা। একবছরে খরচ প্রায় ৮০ হাজার কোটি টাকা। প্রশ্ন উঠেছিল, এই পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকারের কোষাগারে আছে কিনা। কেন্দ্রীয় সরকার জানায় প্রতিষেধক কেনার জন্য এবং তা মানুষকে দেওয়ার জন্য যথেষ্ট অর্থ সরকারের মজুত আছে।