নম্বর কমে গেল মিঠাইয়ের, টিআরপি কাঁপাচ্ছে 'কলকাতার রসগোল্লা'
সেরা পাঁচে নেই শ্রীময়ী, রাসমণি, খড়কুটো, কড়িখেলা, ধুলোকণা
এই সপ্তাহেও রেটিং চার্ট নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। তবে গত দু-সপ্তাহ ধরে বাংলা টেলিভিশনের টিআরপি চার্টের সেরা তিনে কোনও হেরফের নেই। একের পর এক জমজমাট পর্ব দিয়ে বাজিমাত করছে সব ধারাবাহিক। এবারেও প্রথম স্থানে রয়েছে মিঠাই। তবে বেশ কমেছে রেটিং পয়েন্ট। বর্তমানে মিঠাই কারাগারে বন্দি, আর তাঁকে বাড়ির এত সদস্য বাঁচাতে পারল না। শেষমেশ সিঙ্গাপুর থেকে উচ্ছেবাবুকেই আসতে হল।
মিঠাই সেরার শীর্ষে থাকলেও, এই ধারাবাহিক নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। দর্শকদের মত, "টিআরপি বাড়ছে ,আর তাই অ্যাডও বাড়ছে। কতক্ষণ আর দেখায়? সবটাই অ্যাড।" তবে অ্যাড ছাড়াও বা কীভাবে চলবে?
এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে অপরাজিতা অপু। ৮.৯ পেয়ে দু নম্বর স্থান ধরে রেখেছে ‘অপরাজিতা অপু’।
আর অপুর চিন্তা বাড়াচ্ছে তিন নম্বরে থাকা দেবশ্রী রায়ের কামব্যাক শো "সর্বজয়া" (রেটিং ৮.৭)।
এরপরেই চতুর্থ স্থানে যমুনা ঢাকি এবং পঞ্চমে কৃষ্ণকলি। সেরা পাঁচে নেই রাণী রাসমণি।
ষষ্ঠ স্থানে 'খড়কুটো'।
এমনকি রোহিত-শ্রীময়ীর বিয়ের সানাই বাজতে টিআরপি বাড়লেও, দিঠির স্বার্থপরতা এবং অনিন্দ্যর আত্মহত্যার দৃশ্যে ফের তলানিতে এসে থেকেছে রেটিং পয়েন্ট (নবম ৬.৭)।