মম চিত্তে হাতি নাচে ঘোড়া নাচে, কাকে কটাক্ষ করলেন ভাস্বর?
পুজোর আগে থেকেই সবচেয়ে চর্চিত বিষয় ছিল শোভনদেব চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পুজোর ফোটোশ্যুট
পুজোর আগে থেকেই সবচেয়ে চর্চিত বিষয় ছিল শোভনদেব চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পুজোর ফোটোশ্যুট। যেখানে রবীন্দ্রসঙ্গীতে শোভনের আশেপাশে ঘুরে নেচে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুধু নাচ নয়, কখনও শহর কলকাতার বুকে ঘোড়ার গাড়িতে চড়ে রাস্তায় ঘুরেছেন তাঁরা, তো আবার একে-অপরের ব্যাপারে গোপন তথ্য ফাঁস করেছেন।
আর তা নিয়ে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি নেট-নাগরিকরা। অধিকাংশের মত, "বুড়ো বয়সে ভীমরতি ধরেছে"।
এবার কিছুটা সেই পথেই অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়কে। কটাক্ষ করে গোটা একটা ছড়াই লিখে ফেললেন তিনি।
কবিতায় তিনি লিখেছেন, "মম চিত্তে হাতি নাচে ঘোড়া নাচে/ কত হইচই কত হইচই কত হইচই। গোটা বংগ দেখে রংগ দুই অংগে/ করে রই করে রই করে রই। Digi media,news channel দেয় coverage/ বাড়ে trp কিন্তু ব্যাপারটা below average/ ভাবে কবি একি নেত্ত নাকি খ্যামটা/কেন মরতে আমি লিখলাম এই গানটা/ মরি হায় হায় করি দুর ছাই করি দুর ছাই।"