ভারতে বসে ইমরান খানের সঙ্গে ঘনিষ্ঠতা! পুরোনো ছবি ঘিরে বিতর্কে শাহরুখ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/09/2021   শেষ আপডেট: 16/09/2021 1:20 p.m.
instagram.com/criminal_efx

টুইটারে ১ নম্বরে ট্রেন্ডিং হ্যাশট্যাগ "#BoycottShahRukhKhan"

আজ সকাল থেকেই সরগরম বিটাউন। অন্যদিকে সকাল থেকেই বির্তক টুইটারের পাতাতেও। টুইটারে ১ নম্বরে ট্রেন্ডিং হ্যাশট্যাগ "#BoycottShahRukhKhan"। কারণ, কাল রাত থেকেই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে দেখা যাচ্ছে, একই সঙ্গে শাহরুখ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোনও পার্টিতে গল্প করছেন।

আর এই ছবি প্রকাশ্যে আসতেই সরগরম নেটপাড়া। সাম্প্রতিককালে তালিবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করার পরে ইমরান খানের বিরুদ্ধে তালিবানকে সাহায্য করার অভিযোগ ওঠে। কাজেই আফগানিস্তানে তালিবান-রাজের সময় এমন একটি ছবি হতাশ করেছে শাহরুখের অনুগামীদের।

এই ছবি ভাইরাল হতেই শাহরুখের আগামী ছবি পাঠান বয়কট করার জন্য ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ। বলাবাহুল্য, ২০১৮ সালে "Zero" সিনেমার দরুন শেষবারের মতো বড়ো পর্দায় দেখা যায় শাহরুখ খানকে। এই ছবি বক্স অফিসেও খুব একটা সাফল্যের মুখ দেখেনি। এরপর ৫ বছর বাদে তাঁর পরবর্তী সিনেমা "পাঠান"। আর তাতেও বয়কটের ডাক।

twitter.com/ranamubashir01/