টানা চার মাস ধরে সেরার সেরা মিঠাই, দ্বিতীয় 'যমুনা ঢাকি', চ্যানেল টপার 'মন ফাগুন'
চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ও ‘অপরাজিতা অপু’
বৃহস্পতিবার মানেই টিআরপি (TRP) ডে। কে এগিয়ে গেল আর কে পিছিয়ে পড়ল! সব রহস্য উদঘাটনের দিন। তবে রহস্যভেদ করে উঁকি দিচ্ছে মিঠাই। 'ইস্টুপিড' মিঠাইকে সত্যি 'হেলেপ' করেছে মিঠাইয়ের গোপাল। টানা চার মাস ধরে সেরার সেরা মিঠাই। সেরার সিংহাসন থেকে মিঠাই রানিকে টলানোর সাধ্যি কারুর নেই।
অন্যদিকে, মিঠাইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল যমুনা।নম্বর বাড়িয়ে দ্বিতীয় স্থানে ‘যমুনা ঢাকি’ (৮.৫)। গত সপ্তাহেও দ্বিতীয় স্থান দখল করেছিল যমুনা।
তিন নম্বরে রয়েছে 'উমা'। কৃষ্ণকলির শ্যামাকে নিখিল সময় দিতে না পারলেও কিন্তু উমাকে নিয়ে বেশ চিন্তিত। তাই টিআরপি তালিকাতে প্রথম দশে 'কৃষ্ণকলি' না থাকলেও, রয়েছে 'উমা'। নম্বর মিলেছে ৮.১ ।
চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ও ‘অপরাজিতা অপু’। নম্বর ৭.৮ ।
৭.৬ পেয়ে পঞ্চম হয়েছে 'সর্বজয়া'।
ষষ্ঠ হয়েছে পিহু এবং টুবাই দা'র 'মন ফাগুন'। নম্বর মিলল ৭.২ । এই সপ্তাহেও আবার চ্যানেল টপার মন ফাগুন। কারণ, টিআরপির তালিকায় প্রথম পঞ্চম নেই স্টার জলসার কোনও সিরিয়াল।
এরপর ধুলোকণা ৭.১ নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে। অন্যদিকে অষ্টম হয়েছে খড়কুটো। নবম শ্রীময়ী এবং দশম হয়েছে এই পথ যদি না শেষ হয়। প্রাপ্ত নম্বর ৬.৫ ।