আরিয়ানের গ্রেফতারি প্রক্রিয়া 'ভুল', জামিন পাওয়াতে মরিয়া আরিয়ানের আইনজীবী
মাস পেরোলেই আরিয়ানের জন্মদিন, তা যেন জেলে না কেটে যায়!
আজ আরিয়ানের ফের বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করা হয়েছে। এখনও সেই হয়নি বিচারকের মন্তব্য। জানা যায়নি, আদৌ আজ জামিন মঞ্জুর হবে কিনা আরিয়ানের। তবে গোটা দেশ যেন তাকিয়ে রয়েছে শুনানির দিকেই। বয়স ২৩, মাস পেরোলেই আরিয়ানের জন্মদিন। তা যেন জেলে না কেটে যায়। বলাবাহুল্য, বলিউডের অধিকাংশ সঙ্গে শাহরুখের বহু অনুগামীরা আজ একটাই প্রার্থনা করছে, যেন আজ অন্তত আরিয়ানের জামিন মঞ্জুর হয়।
আজ আরিয়ানের আইনজীবী কোর্টে স্পষ্ট জানিয়েছেন, আরিয়ানের কাছ থেকে কোনওরকমের মাদক উদ্ধার হয়নি। এমনকি এতদিন জেলে থাকা সত্ত্বেও আরিয়ানের কোনও মেডিক্যাল টেস্ট করা হয়নি। প্রমাণই হয়নি আরিয়ানের আদৌ অপরাধী কিনা। কাজেই, আরিয়ানকে এতদিন ধরে আটক করে রাখা কার্যত ভুল।
তবে এসবের মধ্যেই আরিয়ান খান মামলায় তোলাবাজির অভিযোগে জর্জরিত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রশ্নের মুখে এনসিবি মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।