জামিন পেলেন আরিয়ান খান
একই সঙ্গে মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টকেও জামিন দেওয়া হয়েছে
অবশেষে জামিন পেলেন আরিয়ান খান (Aryan Khan)। বম্বে হাইকোর্ট আজ আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর করল। বলাবাহুল্য, দীপাবলির আগেই সম্ভবত বাড়ি ফিরবেন শাহরুখ খান এবং গৌরী খানের বড় ছেলে।
প্রসঙ্গত, মঙ্গলবার ও বুধবার পরপর দুদিন আরিয়ান খানের জামিনের শুনানি স্থগিত রাখেন বম্বে হাইকোর্টের বিচারপতি নিতিন সাম্বর। তবে সমস্ত স্থগিতাদেশ সরিয়ে অবশেষে আজ ২৫ দিন পর মঞ্জুর হল আরিয়ানের জামিন।
দু পক্ষের সওয়াল জবাব শুনে অবশেষে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তবে শুধু আরিয়ানই নন, একই সঙ্গে মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টকেও জামিন দেওয়া হয়েছে আজ। প্রসঙ্গত, মঙ্গলবার আদালতে আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতগি আরিয়ানের সপক্ষে বলেছিলেন, "২ অক্টোবর প্রতীকের অনুরোধে ঐ পার্টিতে যান আরিয়ান ও আরবাজ। পার্টি শুরু করার আগেই আটক করা হয় তাঁদের। আরিয়ানের কাছ থেকে কোনও রকমের মাদক পায়নি এনসিবি। তাই আরিয়ানকে গ্রেফতার করার কোনও কারণই ছিল না এনসিবির কাছে। মাদক নয়, শুধুমাত্র ষড়যন্ত্র করার অভিযোগে আরিয়ানকে গ্রেফতার করেছে এনসিবি।"
এসব শুনে আরিয়ানদের জামিনের আবেদন খারিজ করেছিল বম্বে হাইকোর্ট। তবে আজ অবশেষে আরিয়ানের পক্ষেই রায় দান হল।