ভেঙে চুরমার সমস্ত স্বপ্ন! আজ MANNAT-এ তল্লাশি চালাতে পারে NCB

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/10/2021   শেষ আপডেট: 05/10/2021 12:58 p.m.
instagram.com/___aryan___,/im_aves4srk

আইন অনুযায়ী, যে কোনও অভিযুক্তের বাড়ি তল্লাশি চালাতে পারে এনসিবি

সোমবার জামিন পাননি শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) সহ আরবাজ মার্চেন্ট (Arbaaz Marchant) ও মুনমুন ধামেচা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আরিয়ানের কাছের বন্ধু শ্রেয়াস নায়ারকে (Shreyas Nayar)। আদালতের রায়ে জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবর অবধি আরিয়ান খান সহ তাঁর দুই বন্ধুকে এনসিবি (NCB) হেফাজতে রাখা হবে। এর মধ‍্যেই সোমবার রাতেই আরবাজকে নিয়ে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনসিবি (NCB)। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট ১১ জনকে। সূত্রের খবর, মঙ্গলবার আরিয়ান খানকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাবে এনসিবি (NCB)। এমনকি তল্লাশি হতে পারে শাহরুখ খানের বাংলো মন্নতেও (Mannat)।

আইন অনুযায়ী, যে কোনও অভিযুক্তের বাড়ি তল্লাশি চালাতে পারে এনসিবি। সেই সূত্রেই আজ মন্নতে হানা দিতে পারে এনসিবি কর্তারা। যদিও আরিয়ানের আইনজীবী জানিয়েছেন, আরিয়ানের কাছ থেকে কোনও মাদকই পায়নি এনসিবি কর্তারা।

এদিন NCB-র তরফ থেকে জানানো হয় যে তদন্তের জন্যই আরিয়ান সহ তিনজনকে হেফাজতে রাখা জরুরি। আরিয়ান খানের ফোন থেকে তাঁর বিরুদ্ধে জোড়ালো প্রামাণ্য নথিও পাওয়া গেছে বলে আদালতে জানায় NCB। এছাড়াও তদন্ত যত এগোচ্ছে, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এনসিবি-র তদন্তকারীদের হাতে। তাঁরা জানতে পেরেছেন, কর্ডিলিয়া প্রমোদতরীতে শনিবার রাতে যে মাদক আনা হয়েছিল, তা ডার্ক ওয়েব ব্যবহার করে কেনা হয় বিটকয়েনের মাধ্যমে।

তবে আরিয়ানকে ওই পার্টিতে কে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। এনসিবি সূত্রে খবর, স্যানিটারি প্যাড, ওষুধের বাক্স, লেন্সের বাক্স, জামাকাপড়, অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও রাখা ছিল মাদক।