জিমে গিয়ে সর্বস্ব হারালেন অভিনেতা সাহেব ভট্টাচার্য, তদন্তে পুলিশ
তদন্তকারী অফিসারদের অনুমান, যে বা যারা চুরির ঘটনার সঙ্গে যুক্ত, তারা আগে থেকেই সাহেবকে ফলো করছিল
জিমে (Gym) গিয়ে বিপাকে অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)।
থানার সামনে জিমের উল্টো দিকে পার্ক করা নিজের গাড়ি থেকেই চুরি হয়ে গেল মানি ব্যাগ, এটিএম কার্ড। চুরির ঘটনা বুঝতেই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ।
এক সংবাদমাধ্যমকে সাহেব বলেন, "আমি রোজই এখানে জিম করতে আসি। আজও এসেছিলাম। গাড়িটা রেখেছিলাম থানার সামনেই। কিন্তু বেরিয়ে দেখলাম, গাড়ির লক খোলা। ওয়ালেটটা ভিতরে রেখে গেছিলাম। সেটাও নেই। ওর মধ্যে আমার সব এটিএম কার্ড, ক্যাশ ছিল। আধার, ভোটার কার্ডও ছিল। কীভাবে গাড়ির লক খুলে এসব চুরি হল, বুঝতে পারছি না। কারাই বা করতে পারে এসব, কোনও ধারণা নেই। থানায় অভিযোগ জানিয়েছি। দেখা যাক, কী হয়।"
তদন্তকারী অফিসারদের অনুমান, যে বা যারা চুরির ঘটনার সঙ্গে যুক্ত, তারা আগে থেকেই সাহেবকে ফলো করছিল। পুরোটাই পূর্ব পরিকল্পিত।