মাধ্যমিক পরীক্ষা বিষয়ে নির্দেশিকা জারি করলো বোর্ড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/12/2020   শেষ আপডেট: 11/12/2020 3:42 p.m.
-

এই শিক্ষাবর্ষের জন্য নম্বর বিভাজন এবং প্রশ্ন বিন্যাস প্রকাশ বোর্ডের

আগেই সিলেবাসে কাটছাঁট করেছিলো মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু তাতে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমার ব্যাপারে নির্দেশিকা থাকলেও প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সম্পর্কে কোনো তথ্য ছিলো না। পরীক্ষার দিন না পিছোলে ফেব্রুয়ারিতে হওয়ার কথা মাধ্যমিক পরীক্ষা। আর এই বছরের মাধ্যমিকের জন্য নম্বর বিভাজন এবং প্রশ্ন বিন্যাস বিষয়ে নির্দেশিকা দেওয়া হলো ডিসেম্বরের শুরুতেই।

শিক্ষাজীবনের প্রথম বড়ো পরীক্ষার আগে কিভাবে প্রস্তুত করে তোলা যায় শিক্ষার্থীদের সেই নিয়ে ভাবছে পর্ষদ। স্কুলগুলিতে মক টেস্ট আয়োজন করার ব্যাপারে বলা হয়েছে এই নির্দেশিকায়। আবার যেহেতু টেস্ট পরীক্ষা হচ্ছে না তাই টেস্ট পেপার পাওয়ার সুযোগ নেই এইবার। খুব সম্ভবত পর্ষদ থেকে নতুন প্রশ্ন বিন্যাস এবং নম্বর বিভাজন দিয়ে ছাঁটাই হওয়া সিলেবাসের উপর ভিত্তি করে একটি কোশ্চেন ব্যাংক প্রকাশ করা হবে।