অনলাইন বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ, ২০২০
পরিচালনায়: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বাঁকুড়া
Results
সপ্তম শ্রেণি
Check result >
অষ্টম শ্রেণি
Check result >
নবম শ্রেণি
Check result >
দশম শ্রেণি
Check result >
গ্রেড-কার্ড ডাউনলোড করতে সমস্যা হলে এই নম্বর এ WhatsApp করুন: 9064633836
মেধা অন্বেষণের তারিখ: ১৩ই ডিসেম্বর, ২০২০
সময়: সপ্তম ও অষ্টম শ্রেণি (সকাল ১০টা - ১১টা) • নবম ও দশম শ্রেণি (দুপুর ১২টা - ১টা)
রেজিস্ট্রেশন এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১০ই ডিসেম্বর, ২০২০
নিয়মাবলী
- সপ্তম থেকে দশম শ্রেণীর বাংলা ও ইংরাজী মাধ্যমের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে
- ফি - ৫০ টাকা
- অন্বেষণের পূর্ণমান - ৫০ সময় - ১ ঘন্টা
- বিষয় : গণিত (৩০ নম্বর) , সাধারণ বিজ্ঞান (২০ নম্বর)
- প্রতিটি প্রশ্নের মান - ১ (সঠিক উত্তর নির্বাচন বা MCQ ধরণের)
- অনলাইনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বাঁকুড়ার ব্যাংক একাউন্টে টাকা জমা করতে হবে। টাকা জমা করার সময়ে ট্রান্সফার ডেসক্রিপশন বা ম্যাসেজ বক্সে রেজিস্ট্রেশন ID নম্বর দিতে হবে। (বিশেষ ক্ষেত্রে সংগঠকদের মাধ্যমে টাকা জমা করেও অন্বেষণে অংশগ্রহণ করা যাবে)
- অনলাইন অন্বেষণে অংশ নেওয়ার জন্য পাওয়া পাসওয়ার্ড (OTP) নির্ধারিত সময়ে একবার ব্যবহার করা যাবে
- মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইন প্রযুক্তির অভ্যাসে ট্রায়াল (TRIAL) মেধার দিন ৬ এবং ১২ ডিসেম্বর, ২০২০, সময়: দুপুর ৩টা - ৩টা ৩০মিঃ
- রেজিস্ট্রেশনের পর ফি জমা করার জন্যে ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস:
PASCHIM BANGA VIGYAN MANCHA
Bankura District Committee
Account No- 522792195, IFSC No- IDIB000B039
Bank Name - Indian Bank, Branch - Bankura (606)