এবার থেকে বছরে চারবার JEE MAIN
পরীক্ষা হবে ১৩ টি ভাষায়
JEE MAINS পরীক্ষার্থীদের জন্য বড় খবর। পরিবর্তন আসতে চলেছে পরীক্ষা মাধ্যম ও পদ্ধতিতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বুধবার ঘোষণা করেন ২০২১ থেকে বছরে চারবার সংঘটিত হবে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা বা JEE MAIN পরীক্ষা।
আগামী বছর থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে নেওয়া হবে এই পরীক্ষা। পরীক্ষার্থীরা চারবারের যেকোনো বারে বসতে পারে, এমনকি চারবারই বসতে পারে। তবে সেক্ষেত্রে সর্বোচ্চ নম্বরের অধিকারী হবে যে পরীক্ষায়, সেটিই গ্রহণযোগ্য হবে। এই পদ্ধতিতে ২৩-২৬শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম পরীক্ষা। পরীক্ষার ভাষাগত দিক থেকেও পরিবর্তন আসছে আগামী বছর থেকে। বাংলা সহ মোট ১৩ টি ভারতীয় ভাষায় উপলব্ধ হবে JEE MAIN পরীক্ষা। শিক্ষামন্ত্রী আরও জানান, ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল দুক্ষেত্রেই সিলেবাসের দিক থেকে কোনো পরিবর্তন হচ্ছেনা। পরীক্ষা হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড, যদিও B.Arch এর জন্য অফলাইনে হবে পরীক্ষা।